Jessore Ejaz Hussain (40), an Awami League activist shot and killed the terrorists.Sadar Upazila around 9am today jhaudiya rail crossing in the area were shot ejaj. Ezaz brother were killed in the same cycle due to the conflict are alleged. Ejaz Hussain was killed in the east of the village of Jessore Sadar upazila jhaudiya laying dead son of Abul Hossain.Badal said that Hussain's brother and relatives, went on to sell radishes Ejaz curamanakatite field. Two motorcycle on his way home from work at 9 am on a motorcycle shot him and left. He is shot and falls to the ground when a local man was admitted to Jessore General Hospital. In the meantime, emergency department doctors declared him dead. He claimed that, before the attackers killed his older brother Shahidul Islam. Therefore, they demanded justice for the killing of two brothers.
Meanwhile, Kotwali police chief Ilias Hossain said, Ejaz Hussain was killed by a rival group of terrorists. The police arrested the accused and the case is being filed.
যশোরে এজাজ হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ সকাল ৯টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া রেলক্রসিং এলাকায় এজাজকে গুলি করে হত্যা করা হয়। পূর্ব বিরোধের কারণে একই চক্র এজাজের ভাইকেও খুন করেছিল বলে অভিযোগ করা হচ্ছে। নিহত এজাজ হোসেন যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের পূর্ব পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
নিহতের ভাই বাদল হোসেন ও স্বজনরা বলেন, সকালে চুড়ামনকাটিতে ক্ষেতের মুলা বিক্রি করতে গিয়েছিলেন এজাজ। ৯টার দিকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে চলে যায়। গুলিবিদ্ধ এজাজ মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, হামলাকারীরা এর আগে তার বড় ভাই শহিদুল ইসলামকে খুন করে। এজন্য তারা দুই ভাইয়ের হত্যার বিচার দাবি করেন।
এদিকে কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন এজাজ হোসেন। এ ঘটনায় আসামিদের আটক ও মামলার প্রস্তুতি চলছে।
0 comments:
Post a Comment