What to do if the hot smartphone?

A common problem is that the smartphone to become hot. Despite various efforts are not in any way to solve this problem. There may be several reasons behind your smartphone to become hot. How, then, it will protect your phone? Know the rules:
1. When using the phone's battery charge very close. Do not open any kind of video or game. Thus, you can prevent your smartphone from being hot.
II. If you do not like the phone network, the phone can easily become hot. Because every moment of your phone network Vale is seeking. Try it like this every time, so you can stay within the network area. However, it can not in any way then phone became a hot day with the flight mode. Within a short time it will be cold.
3. Remove unnecessary apps from your smartphone. As a result, the phone can be greatly reduced activity in the background. The phone will be cold enough.
4. Temporarily turning off the phone and Internet connections will be cold.
5. After a long period of continuous use of the hot restart.


স্মার্টফোন গরম হলে কি করবেন?

স্মার্টফোনগুলোর কমন একটি সমস্যা হলো গরম হয়ে যাওয়া। নানা প্রচেষ্টার পরও কোন ভাবেই এই সমস্যার সমাধান হয়না। আপনার স্মার্টফোনটি গরম হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। তাহলে কীভাবে তা থেকে ফোনটিকে বাঁচাবেন? জেনে নিন নিয়মগুলো :

১. ব্যাটারি চার্জ দেওয়ার সময় ফোনের ব্যবহার একদম বন্ধ করে দিন। কোনও ধরনের ভিডিও বা গেম খোলবেন না। এভাবেই আপনার স্মার্টফোনটি গরম হওয়া থেকে আটকাতে পারেন।

২. ফোনে নেটওয়ার্ক ভালো না থাকলে সহজেই ফোনটি গরম হয়ে ওঠে। কারণ, আপনার ফোনটি প্রতি মুহূর্তে ভালে নেটওয়ার্কের খোঁজে থাকে। তাই চেষ্টা করুন যাতে আপনি প্রতি সময় ভালো নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকতে পারেন। যদিও, কোনও ভাবে তা না করতে পারেন তাহলে ফোনটি গরম হয়ে উঠলে সেটিকে ফ্লাইট মুডে দিয়ে দিন। অল্প সময়ের মধ্যেই তা ঠান্ডা হয়ে যাবে।

৩. আপনার স্মার্টফোনটি থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন। এর ফলে ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি অনেকটাই কমে যাবে। আর তাতেই ঠান্ডা থাকবে ফোনটি।

৪. সাময়িকভাবে ইন্টারনেট কানেকশন বন্ধ করলে ফোন ঠান্ডা হয়ে যাবে।

৫. অনেক্ষণ একটানা ব্যবহারের পর ফোন গরম হলে রিস্টার্ট দিন।
Share on Google Plus

About JUWEL MEREDHAA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: