Mobile fell into water?



Ladies and Gentlemen. How are you all? After many days to write basalamaapanara if the mobile phone is not waterproof, but if you can read soaked in trouble. Mobile phones can be soaked in the rain. Mobile phonasaha Forget the mind can start to take a bath. Even on the phone kaphio tea could fall accidentally, then go off. There is nothing to fear. The following are some suggestions you can turn on the phone again.


 
Mobile wet if I do.* Check the battery of the mobile phone, the warranty will not lose soaked in water. Check the battery of the phone has been in the water for testing whether open Check. Humidity is a small white sticker on the battery when it is red or pink color.* Quick off the phone and remove the phone off and remove it quickly when in contact with water. Then quickly remove it with a paper towel or soft. Remove the battery and SIM quickly. These carefully dry days. Do not dry in the sun directly. Other items used to separate the mobile phone. Such as covers, headphones and so on. Mobile phone dry well. You will be quickly and carefully remove the water.* Remove the stick of water on the outside of the phone, use a paper towel to remove the water stick or soft dry cloth. You can dry vacuum cleaner with the help of mobile. However, the vacuum cleaner before using a mobile phone Be careful drying. Do not touch the appliance near wet cell. Cellular phoneDo not use a hair dryer to dry it.* Keep your wet rice phone is a phone that does not dry plastic bag or container in ventilated place. In addition, you can leave Byagabharti or pot filled with rice. Do not turn on the phone or in the battery Do not tinker. Rice has the ability to absorb water wet tooth. 4 hours before you can restart the phone. Before going to call itself Check whether your phone is clogged portagulote. In addition, over the phone, if it is wet, remove and dry. If your mobile phone does not turn off the battery and service centers took place.



মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন?

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? অনেক দিন পর  লিখতে বসলাম।আপনার মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় তবে ভিজে গেলে পড়তে পারেন ঝামেলায়। বৃষ্টিতে ভিজে যেতে পারে মোবাইল ফোন। মোবাইল ফোনসহ মনের ভুলে গোসল শুরু করে দিতে পারেন। এমনকি মোবাইলের ওপর চা-কফিও দুর্ঘটনাবশত পড়ে যেতে পারে,বন্ধ হয়ে যেতে পরে তা। ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে কিছু পরামর্শ মেনে চললে ফোনটি আবার চালু করতে পারবেন।

 মোবাইল ভিজে গেলে করণীয়।
* ব্যাটারি পরীক্ষা করুন পানিতে ভিজে নষ্ট হলে মোবাইল ফোনের ওয়ারেন্টি কাজে আসবে না। পানিতে ফোনের ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্যাটারি পরীক্ষা খুলে পরীক্ষা করে দেখুন। ব্যাটারিতে সাদা রঙের ক্ষুদ্র স্টিকার থাকে আর্দ্রতা পেলে তা লাল বা গোলাপি রং ধারণ করে।
* দ্রুত ফোন বন্ধ করে ফেলুন ফোন পানির সংস্পর্শে এলে দ্রুত তা বন্ধ করে ফেলুন। তারপর দ্রুত তা কাগজ বা নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এরপর দ্রুত সিম আর ব্যাটারি খুলে ফেলুন। সাবধানে এগুলো শুকাতে দিন। সরাসরি রোদে শুকাবেন না। মোবাইলে ব্যবহূত অন্যান্য জিনিসগুলোও আলাদা করে দিন। যেমন কভার, হেডফোন ইত্যাদি। মোবাইল ফোনটি ভালোভাবে শুকান। আপনাকে অবশ্যই দ্রুত এবং সতর্কতার সাথে পানি মুছে ফেলতে হবে।
* মুছে ফেলুন ফোনে লেগে থাকা পানি ফোনের বাইরে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড়। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও শুকাতে পারেন মোবাইল। তবে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে মোবাইল ফোন শুকানোর আগে সতর্ক থাকুন। এ যন্ত্র ভেজা মোবাইলটির খুব কাছে ধরবেন না। মোবাইল ফোন
শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
* চালের মধ্যে ফোনটি রাখুন আপনার ভেজা ফোনটি একটি শুকনো প্লাস্টিকের ব্যাগ বা বাতাস চলাচল করে না এমন কনটেইনারের মধ্যে রাখুন। এ ছাড়াও ব্যাগভর্তি বা পাত্র ভর্তি চালের মধ্যে রেখে দিতে পারেন। এ সময় ফোন চালু করবেন না বা ব্যাটারি লাগাবেন না। ভেজা জিনিসের পানি শুষে নেওয়ার ক্ষমতা রাখে চাল। ফোন রিস্টার্ট দেওয়ার আগে ২৪ ঘণ্টা এভাবে রাখতে পারেন। নিজে থেকে ফোন চালু করার আগে ফোনের পোর্টগুলোতে পানি জমে আছে কিনা পরীক্ষা করে দেখুন। এ ছাড়াও ফোনের কোথাও ভেজা থাকলে তা মুছে ফেলুন এবং শুকিয়ে নিন। আপনার মোবাইল ফোনটি যদি চালু না হয় তবে ব্যাটারি খুলে রাখুন এবং সার্ভিস সেন্টারে নিয়ে যান।
Share on Google Plus

About JUWEL MEREDHAA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: